Header Image

ময়মনসিংহে জাতীয় পার্টির সাংগঠনিক পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

 

ষ্টাফ রিপোর্টারঃ

জেলা জাতীয় পার্টির রাজনিতিকে ময়মনসিংহে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার মাধ্যমে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহে জেলা জাতীয় পার্টির আয়োজনে ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সম্পাদক মন্ডলীদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা স্থানীয় ইতিকথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল-৪টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও জেলা জাপার সাধারন সম্পাদক এবং ময়মনসিংহ জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত জাপা নেতা,ঈশ্বরগঞ্জ সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে জাতীয় পার্টিকে তৃর্ণমুল থেকে শক্তিশালী করতে দলের ত্যাগীদের মুল্যায়নের পার্টির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী দাবী জানিয়ে বক্তব্য রাখেন- ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ, সাধারন সম্পাদক,আব্দুল আওয়াল সেলিম,জাপার যুগ্ম-সাধারণ সম্পাদক আবু মোঃ মুসা সরকার,শহীদ আমিন রুমী,জেলা জাপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন,আববাছ আলী তালুকদার, সাইফুল ইসলাম,শফিকুল ইসলাম স্বপন,জেলা জাপার সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী,অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম খোকন,জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু প্রমুখ। পরে সমাপনী বক্তব্যে- জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ফখরুল ঈমাম দলকে ময়মনসিংহে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে আগামী একসপ্তার মধ্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদের সাথে কথা পরামর্শ ক্রমে সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!