
ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মোঃ এরশাদের আস্থাভাজন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য
জাপা নেতা আলহাজ্ব আবু মোঃ মুসা সরকার বলেন-
আগামী দিনে পল্লীবন্ধুর পরিশ্রমে গড়া জাতীয় পার্টিকে প্রতিটি ওয়ার্ড,ইউনিয়ন ও উপজেলা পর্যায় থেকে শক্তিশালী করতে হলে দলের তৃর্ণমুলের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তাদের পছন্দের নেতাকর্মীদের বাছাই করে আগামীদিনের জেলা জাতীয় পার্টির সভাপতি- সাধারণ সম্পাদক নির্বাচিত করতে হবে। তাই আগামী কাউন্সিলে জাতীয় পার্টিকে তরান্নিত করতে তৃর্ণমুলের সিদ্ধান্তকে গুরুত্ব দিতে দলের সকল নেতাকর্মীদের প্রতি আহবান আহবান জানান দলটির দুঃসময়ের সাবেক নির্যাতিত ছাত্রনেতা মুসা সরকার।
তিনি তার বক্তব্যে- পল্লীবন্ধুর আদর্শকে ধরে রাখতে জাতীয় পার্টিকে তৃর্ণমুল থেকে শক্তিশালী করতে নেতৃবৃন্দের প্রতি আহবান জানান । তিনি ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টি আয়োজিত এক মতবিনিময় সভায় মতবিনিময়কালে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরুল ঈমামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে কেন্দ্রীয়,জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুসা সরকার বলেন-জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত সংগঠন এই জাতীয় পার্টি। প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের উন্নয়ন ও গরীব-দুঃখী সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এই সংগঠন। যে কারণে সাধারন মানুষের কাছে আজ আস্থা ও বিশ্বাসের স্থান পেয়েছে জাতীয় পার্টি। আগামী দিনেও দলটিকে সাধারন মানুষের নাগরিক চাহিদা পুরনে ও দাবী আদায়ের লক্ষে জনবান্ধব এই পার্টিকে পাশে চায় দেশের জনগন, তাই কারো ব্যক্তি স্বার্থ হাসিল করার দল, জাতীয় পার্টি হতে পারেনা। জনগনের এই দলকে সুসংগঠিত করে আগামী দিনে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শ ও স্বপ্ন পুরণে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে দলের তৃর্ণমুল নেতাকর্মীদের পছন্দ অনুসারে সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে কমিটি উপহার দিয়ে দেশ ও জনগণের কল্যাণে জাতীয় পার্টিকে এগিয়ে নেওয়ার আহবান জানান দলের কর্মীবান্ধব ও ক্লীন ইমেজের নেতা আবু মোঃ মুসা সরকার। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা ও মহানগর জাতীয় পার্টির সম্পাদক মন্ডলীর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।