
ষ্টাফ রিপোর্টারঃ
মুজিব বর্ষে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিংসহ অপরাধ মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে স্বপ্নের সোঁনার বাংলা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলা শাখার আয়োজনে ৩ দিন ব্যাপী এই ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ 2020 এর উদ্বোধন করা হয়েছে।
ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। ২৯শে ফেব্রুয়ারী বিকাল-৪টায় স্থানীয় সার্কিট হাউজ মাঠে এই সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেে শিক্ষক-শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ গ্রহণ করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান,জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম সেবা),সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন সহ জেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।
এর সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হল রুমে যুক্তি ও তর্কের মিলন জ্ঞানসমৃদ্ধ মুক্তির জীবন এই শ্লোগান নিয়ে ময়মনসিংহ সদর ময়মনসিংহ প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়স্থ ডিবেটিং সংঘের সহযোগিতায় মুজিব বর্ষ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্ভোধন ও ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়। বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলে। ১লা মার্চ রবিবার বিকাল ৪টায় টিএসসি কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল এবং আগামী ২রা মার্চ সোমবার বিকাল-৫টায় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২৯শে ফেব্রুয়ারী উদ্ভোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্ভোধন করেন।