Header Image

ময়মনসিংহে সদর উপজেলা স্কাউট এর উদ্যোগে ৬ষ্ট স্কাউট সমাবেশ অনুষ্ঠিত।

 

ষ্টাফ রিপোর্টারঃ

মুজিব বর্ষে মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ,ইভটিজিংসহ অপরাধ মুক্ত সমাজ গঠনের মধ্য দিয়ে স্বপ্নের সোঁনার বাংলা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ সদর উপজেলা শাখার আয়োজনে ৩ দিন ব্যাপী এই ষষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ 2020 এর উদ্বোধন করা হয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে আয়োজিত সমাবেশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। ২৯শে ফেব্রুয়ারী বিকাল-৪টায় স্থানীয় সার্কিট হাউজ মাঠে এই সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেে শিক্ষক-শিক্ষার্থীরা এই সমাবেশে অংশ গ্রহণ করেন। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ময়মনসিংহের জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউট ময়মনসিংহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান,জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান (পিপিএম সেবা),সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন সহ জেলা বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা।

এর সকালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিএসসি হল রুমে যুক্তি ও তর্কের মিলন জ্ঞানসমৃদ্ধ মুক্তির জীবন এই শ্লোগান নিয়ে ময়মনসিংহ সদর ময়মনসিংহ প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়স্থ ডিবেটিং সংঘের সহযোগিতায় মুজিব বর্ষ আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতার উদ্ভোধন ও ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হয়। বিকাল পর্যন্ত এই অনুষ্ঠান চলে। ১লা মার্চ রবিবার বিকাল ৪টায় টিএসসি কনফারেন্স রুমে এই প্রতিযোগিতার কোয়ার্টার ও সেমিফাইনাল এবং আগামী ২রা মার্চ সোমবার বিকাল-৫টায় ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ২৯শে ফেব্রুয়ারী উদ্ভোধনী অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্ভোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!