Header Image

ত্রিশালে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত

 

আরিফ রববানীঃ

মুজিববর্ষের অঙ্গীকার, নিয়ে পুলিশ হবে জনতার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে,ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার সাখুয়া ইউনিয়নে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে উপজেলার সাখুয়া ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে জঙ্গি, মাদক ও ধর্ষণ রোধে পুলিশিং সেবা পেতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ নাম্বার সম্পর্কে অবহিতকরণে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্টাচার্য।

সাখুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহ‌‌ মো. গোলাম ইয়াহিয়ার সভাপতিত্বে ও ত্রিশাল থানা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল আজিজ, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি শফিকুল ইসলাম সজল, ইউপি সদস্য বৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা কমিউনিটি পুলিশিং অফিসার এসআই বিকাশ চন্দ্র সরকার।

বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষের ক্ষণগণনা উপলক্ষ্যে ‘আপনার ওসি আপনার দোড় গোড়ায়’ শ্লোগান বাস্তবায়নে রুপ দিতে সেবা কার্যক্রম চালু করেছে ত্রিশাল থানা পুলিশ। সভায় ইউনিয়নের আইনশৃঙ্খলার উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ গোলাম ইয়াহিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!