
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের বানিয়াধলা এলাকায় জাহিদ ফাউন্ডেশনের আওতাভুক্ত দরবারে জাহিদিয়া সুফী চর্চা কেন্দ্রের উদ্যোগে বার্ষিক খিজবো ও ওরশ মাফফিল অনুষ্ঠিত হয়েছে।২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার আয়োজিত মাহফিলে ছোট-ছোট ছেলেদের মাঝে পবিত্র কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে শাহ সুফী সৈয়দ জাহিদ হোসেন ফারুক সাহেবের ভক্ত বৃন্দরা সুফীবাদ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সংগঠনের মহাসচিব জসিম উদ্দিন তার বক্তব্যে বলেন- আমাদের মুল্য উদ্যেশ্য আলোকিত সমাজ গঠন। বৃক্ষ রোপন,শিক্ষার প্রসার,বাল্যবিবাহ রোধ সহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদের প্রতিরোধ গড়ে তুলা। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড করাই জাহিদ ফাউন্ডেশনের লক্ষ। পাশাপাশি নিজ দেহকে শুদ্ধ করে- মহান আল্লাহতায়ালার সান্নিধ্য লাভ করা। তিনি বলেন- নবীর প্রচারিত নীতিকে স্বীকার করিয়া তার নিকট বা তার নীতির অনুসারীর নিকট আত্মসমর্পণ করলে আল্লাহর সান্নিধ্য লাভ করা যাবে। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন- গুরু (গু+রু) গু-মানে আধার,রু মানে-আলো। গুরু মানে- যিনি আধার হতে আলোর পথ দেখান তিনিই গুরু। তাই আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে যেতে হলে অবশ্যই একজন সত্তিকারের কামেল মুর্শিদের নিকট যেতে হবে। পরে অনুষ্ঠানের আখেরি মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উক্ত ওরশ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থানীয় বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন, আব্দুল মতিন মেম্বার, মজিবর রহমান মেম্বার, মফিজ উদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠাল ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।