
ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক,জাতীয় পার্টির নিবেদিত কর্মী ও কর্মীবান্ধব নেতা রুবেল আলী (এসডি রুবেল) এর নেতৃত্বে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সংসদীয় আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ফখরুল ঈমামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হয়। গত ২৭শে ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহের ইতিকথা কমিউনিটি সেন্টারে জেলা জাতীয় পার্টির আয়োজিত সম্পাদক মন্ডলীদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভার সভাপতি হিসাবে অনুষ্ঠানে যোগদান করতে কেন্দ্রীয় কমিটির অতিরিক্ত মহাসচিব ফখরুল ঈমাম ময়মনসিংহে আগমন করলে জেলা পল্লীবন্ধু পরিষদের পক্ষ থেকে জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলীর নেতৃত্বে তাকে এই ফুলেল জানানো হয়।
এসময় তার সাথে পল্লীবন্ধু পরিষদের যুগ্ম-আহবায়ক একে স্বপনসহ ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।