Header Image

মানুষের জীবনে জীবন বীমা একটু গুরুত্বপূর্ণ। ইউএনও ত্রিশাল।

 

“আরিফ রববানীঃ

বীমা দিবসের শপথ করি, উন্নত দেশ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে ময়মনিসিংহের ত্রিশালে প্রথমবারের মত বীমা দিবস পালিত হয়েছে। রবিবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে র‌্যালি বের করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুস্তাফিজুর রহমান বলেন- মানুষের জীবনে জীবন বীমা একটু গুরুত্বপূর্ণ। দুঃসময়ে জীবন বীমা মানুষের কল্যানে কাজে আসে বলে তিনি সকলকে বীমা করার আহবান জানান এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন বীমা
কোম্পানির কর্মকর্তা ও কর্মচারী এতে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!