Header Image

লোহাগাড়ায় অবৈধ ভাবে এক্সেলেটর দিয়ে পাহাড় ও কৃষি জমির টপসয়েল কাটার অভিযোগ: প্রশাসন নিরব!

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়ার পূর্বপাশে এবং বিবিবিলার পূর্বপার্শে এক্সেভেটর দিয়ে কৃষি জমি ও পাহাড় কেটে ধ্বংস করে দিচ্ছে একটি অসাধু সিন্ডিকেট চক্র।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চরম্বা ইউনিয়নের কালোয়ার পাড়ার পূর্বপার্শে এবং বিবিবিলার পূর্বপার্শে কৃষি জমি ও পাহাড় এস্কেভেটর দিয়ে বৈধ কোন ধরনের কাগজপত্র ছাড়া (অবৈধ) ডেম্পার গাড়ী করে বিভিন্ন জায়গায় মাটি বহন করে নিয়ে যাচ্ছে।

এবিষয়ে এলাকাবাসী কয়েক জনের সাথে কথা বলে জানা যায়, বিগত চার-পাঁচ বছর ধরে এই সময় আসলে এই সিন্ডিকেট চক্র এই জায়গা গুলো থেকে সরকারি কোনো অনুমোদন ছাড়া এই ভাবে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসতেছে।

এদিকে মাটি খেকো জাহাঙ্গীর আলমের (প্রকাশ ডিস জাহাঙ্গীর) কাছে সরকারি কোন অনুমোদন পত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারি কোনো অনুমোদন পত্র আমাদের কাছে নাই বলে সংবাদ কর্মীকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। তারা আরো বলেন,আমরা মাটির ব্যবসা করতে কোন ধরনের সরকারি অনুমিত লাগে না। আমরা বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে ম্যানেজ করে মাটির ব্যবসা করছি।

এইসব অসাধু চক্ররের বিরুদ্ধে প্রশাসন হস্তক্ষেপ না করলে অচিরেই কৃষি জমি বিলিন হয়ে যাবে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!