Header Image

শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের পাশাপাশি নির্বাচন ব্যবস্থাও উন্নত হচ্ছে। গৌরীপুরে চেয়ারম্যান মোফাজ্জল

 

ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যে নিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের উদ্যোগে সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে সকাল ১০ টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার সজল চন্দ্র সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার নন্দন কুমার দেবনাথ প্রমুখ।

আলোচনায় গৌরীপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান. মোফাজ্জল হোসেন খাঁন – বলেন, বঙ্গকন্যা,বাংলার উন্নয়নের রুপকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত হওয়ার পাশাপাশি দেশের নির্বাচন ব্যবস্থাও উন্নত হচ্ছে। উন্নত গনতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো নির্বাচনী ব্যবস্থাকে আরোও শক্তিশালী করতে জনগনের ভোটকেন্দ্রে উপস্থিতির হার বাড়াতে হবে৷ এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!