
রাকিবুল হাসান ফরহাদঃ
বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দখলবাজদের কবল থেকে নদীর প্রাণ ফিরিয়ে আনতে আজ বুধবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড, মজিবুর রহমান হাওলাদার ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ ,উপজেলা সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম, ত্রিশাল থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, পরিষদের কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।