রাকিবুল হাসান ফরহাদঃ
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২০ কে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর আবদান শীর্ষক আলোচনা সমাবেশ করা হয়েছে।
গতকাল ৫ মার্চ উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও সমাবেশে“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” শ্লোগান সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ব্যবস্থাপনায় সমাবেশে সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ।
অন্যান্য বক্তব্য রেখেছেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান (আনিছ), উপজেলা, পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গ ও নারী নেত্রী গণ। এসময় ত্রিশাল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর আগে একটি বিশাল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।