“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার ” এ শ্লোগানকে সামনে নিয়ে
নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নড়াইল আদালত সড়কে সকাল ১০ টায় জেলা প্রশাসন ও জেলা মহিলা
বিষয়ক অধিদপ্তর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি
ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপ-
পরিচালক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক
বিল্লাল বিন কাসেম, নারী নেত্রী আঞ্জুমান আরা, রওশন আরা কবির লিলিসহ সরকারি
কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি,
সাংবাদিক, বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আর্ন্তজাতিক নারী দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।