Header Image

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও এগিয়ে নিতে হবে। মেয়র আনিছ।

 

আরিফ রববানীঃ

ত্রিশাল পৌরসভার দুইবারের নির্বাচিত জনপ্রিয় মেয়র, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, কর্মীবান্ধব রাজনীতিবিধ, জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ বলেছেন- দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও এগিয়ে নিতে হবে। তিনি বলেন, বাংলাদেশকে বিশ্বে দৃষ্টান্ত করতে শিক্ষা ও ক্রীড়ার বিকল্প নেই। বাংলাদেশের নারী ও পুরুষ খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে দেশের নামকে পুরো বিশ্বে ছড়িয়ে রেখেছে। একই সাথে দেশের মহা জ্ঞাণী, বিজ্ঞাণীরা বিশ্বের বড়বড় স্থান দখল করেছেন। তাই লেখাপড়ার সাথে ক্রীড়ার দিকে ঝুকতে হবে।
৫ই মার্চ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর অক্সফোর্ড কিন্ডার গার্ডেন এন্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ২০২০ এর অনুষ্ঠানে স্কুলের সভাপতি আলীউল হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল বাসারের সঞ্চালনায় প্রধান অতিথির ত্রিশাল পৌরসভার সুযোগ্য মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ এসব কথা বলেন।প্রতিযোগিতানুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর রাশেদুল হাসান বিপ্লব, ৯নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক লিটন, সাবেক মহিলা কাউন্সিলর গুলশান অারা ও সাখুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ আব্দুল আজিজ প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে স্কুলের অভিভাবকগণসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!