
আরিফ রববানীঃ
”ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়েছে ত্রিশাল উপজেলার কাঠাল ইউনিয়নের ফাতেমা নগর নলচিড়া এলাকার স্বপ্ন শিশু বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান/২০২০। ৫ই মার্চ বৃহস্পতিবার সকালে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন বিদ্যালয়ে মাঠে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট রাজনীতিবিধ রতন সরকারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় আশোজিত প্রথম দিনের ক্রীড়া প্রতিযোগিতানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কানিহারী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক আশরাফ আলী উজ্জ্বল।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল হান্নানের এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান উজ্জল বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার । শিক্ষার মান উন্নয়নে কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মন ও শরীর ভালো রাখতে ক্রীড়া অনুষ্ঠানের বিকল্প নেই। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়োমিত শারীরিক কুচকাওয়াচ ও ব্যায়াম অত্যাবশ্যকীয়। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি তাদেরকে খেলাধুলা ও সাংস্কুতিক অনুষ্ঠানের মাধ্যমে গড়ে তুলতে হবে। এতে করে তারা পড়ালেখার মনোবিশন করতে পারবে,কোন খারাপ ও অসামাজিক কর্মকাণ্ডের দিকে মন নিয়ে যেতে পারবে না। তারা নিজেদেরকে একটি দক্ষ মানুষ রুপে গড়ে তুলতে পারবে।
প্রতিযোগিতানুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-কাঁঠাল ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ আসলাম উদ্দিন সরকার,সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারী,ফাতেম নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আব্দুল কদ্দুস, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান হেলাল দেওয়ান,সহ-সভাপতি হুমায়ুন আহমেদ,অবঃ পুলিশ কর্মকর্তা মজিবুর রহমান,ওয়ার্কাস পার্টির নেতা হাবিবুর রহমান হবি এবং স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গরা।
এছাড়াও ৭ই মার্চ শনিবার সকালে বিদ্যালয়ের কোমলমতি শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন প্রধান শিক্ষক আজিম উদ্দীন।