ঐতিহাসিক ৭মার্চ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে । দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মো: জহিরুল হক খোকা ও সাধারন সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় পুলিশ লাইনে অবস্থিত চেতনায় অম্লানে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে জাতির জনকের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা নিবেদন ও বিকাল ৪টায় এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের এই কর্মসুচীকে সফল করতে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামিলীগের সভাপতি এড, জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে সকালে চেতনায় অম্লানে পুস্পস্তবক অর্পন করার সময় উপস্থিত ছিলেন
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি,আমিনুল হক শামীম (সিআইপি), এডভোকেট ফরিদ আহমেদ, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, কাজী জাহান শামীম, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল হাসান বাবু, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল গফুর খানসহ জেলা,উপজেলা পর্যায়ের আওয়ামিলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।