Header Image

নড়াইলে বিটিএল মিডিয়ার শতাধিক সদস্য মাদক বিরোধী শপথ নিলেন

নড়াইলের লোহাগড়া বিটিএল মিডিয়ার ৩য় বর্ষ উদযাপন উপলক্ষ্যে শতাধিক সদস্যকে
মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান লোহাগড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত আমান
উল্লাহ আল বারী। আজ সকালে বিটিএল মিডিয়ার লোহাগড়া কার্যালয়ে ৩য় বর্ষ
উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস.এম মিলন। আলোচনা সভায়
প্রধান অতিথি ছিলেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ তদন্ত আমান উল্লাহ আল
বারী। মাদক সেবন সংসার,সমাজ তথা রাষ্টের ক্ষতি সাধন করে। মাদকের কুফল সম্পর্কে বক্তব্য
রাখেন লোহগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, মাইটিভির নড়াইল
জেলা প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, সিটিজি ক্রাইম টিভির নড়াইল জেলা
প্রতিনিধি মোঃ শাহীনুজ্জামান, বিটিএল মিডিয়ার সহসভাপতি এমডি জুয়েল
রানাসহ আরো অনেকে। সভাশেষে একাডেমীর শতাধিক সদস্যদের মাদক বিরোধী সপথ
বাক্য পাঠ করান প্রধান অতিথী আমান উল্লাহ আল বারী । এ প্রতিষ্ঠান সুস্থ ধারার
সাংস্কৃতি চর্চা করার পাশাপাশি সবসময় মাদকের কুফল নিয়ে জনগনকে সচেতন করবে
বলে জানিয়েছেন সিটিজি ক্রাইম টিভির লোহাগড়া উপজেলা প্রতিনিধি ও অত্র
প্রতিষ্ঠিানের সভাপতি এস.এম মিলন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!