ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ রোববার গভীর রাতে ডৌহাখলা
ইউনিয◌়নের সিংজানি গ্রামে অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে
ইসলামীর এক গোপন বৈঠক থেকে উপজেলা শাখার সাবেক আমীর
আবুবকর সিদ্দিকসহ (৬৮) তিনজনকে আটক করেছে। পুলিশের দাবি,
অন্যরা পুলিশের দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
আটককৃতরা হলেন-আবুবকর সিদ্দিক উপজেলা জামায়াতের সাবেক
আমির এবং রামগোপালপুর ইউনিয়েনের দামগাঁও গ্রামের হযরত আলীর
দুই ছেলে মোসলেম উদ্দিন (৩২) ও মোতালেব হোসেন (২৮)। থানা সূত্রে
জানা গেছে, গোপনে সংবাদ পাই রোববার গভীর রাতে উপজেলার
ডৌহাখলা ইউনিয◌়নের সিংজানি গ্রামের মোসলেম উদ্দিনের
বাড়িতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিল।
পরে সাবইন্সপেক্টর উজ্জল মিয়ার নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান
পরিচালনা করে। সেই অভিযানে উপজেলা জামায◌়াতের সাবেক আমির
আবুবকর সিদ্দিক, জামায়াতকর্মী মোসলেম উদ্দিন ও মোতালেব
হোসেনকে আটক করা হয়েছে। এ সময় অন্যরা পুলিশের দিকে ককটেল
বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায◌়।
অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আসামিদের
কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র, সংগঠনের লিফলেট,
প্রচারপত্রসহ জিহাদি বই উদ্ধার করা। আটককৃতদের বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।