Header Image

লোহাগাড়ায় ৩০ টাকার মাস্ক ১৮০ টাকা দামে বিক্রি করায় ৩ দোকানকে জরিমানা

 

ইসমাইল হোসেন সোহাগঃ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সদরে ৩০ টাকার মাস্ক ১৮০ টাকা দামে বিক্রি করাই ৩ দোকানকে জারিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ মার্চ”২০২০ইং সোমবার রাত সাড়ে ৯টায় বেশি দামে মাস্ক বিক্রি প্রতিরোধ ও বাজার স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ।

চীনে নভেল করোনা ভাইরাসের কারণে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সদরের দোকানগুলোতে সার্জিক্যাল মাস্ক বেশি দাম বিক্রি করেছে কিছু অসাধু ব্যবসায়ীরা।বেশী মুনাফা আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার আইন ২০০৯ইং এর ৪০ নং ধারায় মোস্তাফিজুর রহমান মার্কেটের বেবি প্লাসকে ২ হাজার টাকা, একই মার্কেটের নিউ চমককে ৫০০ টাকা ও বদিউর রহমান মার্কেটের রহমানিয়া গার্মেন্টসকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, আগামীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!