ছামিউল ইসলাম আরিফ,হিলি প্রতিনিধিঃ-
দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর হিলি রেল স্টেশনের কার্যক্রম পুনরায় চালু করা
হয়েছে।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টায় কার্যক্রমের উদ্বোধন করেন রেলওয়ের
পশ্চিমা অঞ্চলের জিএম মিহির কান্তি।
তিনি সকাল ১০টায় তিতুমীর ট্রেনের রাজশাহী থেকে হিলি স্টেশনে এসে
পৌছাঁলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থলবন্দরের ব্যবসায়ীসহ স্থানীয়রা।
পরে স্টেশনটির পুনরায় কার্যক্রম চালু উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য
রাখেন তিনি। এসময় তিনি বলেন,বর্তমান সরকার রেল বান্ধব সরকার। হিলি
স্থলবন্দরের গুরুত্ব কথা বিবেচনা করে দীর্ঘ দিন পর হলেও স্টেশনের কার্যক্রম চালু
করা হলো। এতে করে বন্দর এলাকার মানুষের যাতায়াতের সুবিধা হবে বলেও
জানান তিনি।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ
হারুন,উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম,পৌর মেয়র জামিল
হোসেন চলন্তসহ অনেকে।
উল্লেখ্য,২০১৮ সালে ৮ই জানুয়ারী লোকবল সংকট দেখিয়ে স্টেশনটির
কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।