কালিয়া (নড়াইল ) প্রতিনিধি:
নড়াইলের কালিয়া উপজেলায় স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র)
বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল বুধবার বেলা ১০ টার দিকে উপজেলা পরিষদ কার্যলয়ে
উপজেলা পরিষদ চেয়ারম্যন বাবু কৃষ্ণপদ ঘোষ স্মার্টকার্ড
বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলার নাগরিকদের হাতে স্মার্টকার্ড
তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুদা, পৌর
মেয়র মুশফিকুর রহমান লিটন, জোলা নির্বাচন অফিসার মো:
অলিউল্লাহ, উপজেলা নির্বাচন অফিসার জসিম উদ্দিন প্রমুখ।
কালিয়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৪
টি ইউনিয়নে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম চলবে ১৭ মে
পর্যন্ত। স্মার্ট কার্ড নেওয়ার জন্য ভোটারদের পুরাতন জাতীয়
পরিচয়পত্র ফেরত দিয়ে ১০ আঙ্গুলের ছাপ দিতে হবে।
এ কার্যক্রমের আওতায় ২০১৭ সাল পর্যন্ত ছবিসহ ভোটার তালিকা
হালনাগাদ কার্যক্রমে আওয়াভুক্ত কালিয়া উপজেলার ১ লাখ ৫৬ হাজার
নাগরিক স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) পাবেন।