মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের পালুহটী বাজার,
শাহগঞ্জ বাজার, ছৈয়ারকান্দা, মোবারকপুর ও বোকাইনগড় ইউনিয়নের নাহড়া
বাজার বেতান্দর গ্রামের-পাশ দিয়ে যাওয়া নেত্রকোনা টু ঈশ্বরগঞ্জ হাইওয়ে সড়কের
উপর রয়েছে পল্লী বিদুৎতের প্রায় ১০-১২ টি বৈদ্যুতিক খুঁটি। খুটি রাস্তায়
রেখেই রাস্তা নির্মানের কাজ করে যাচ্চে নির্মানকারী প্রতিষ্টান। এতে
প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে যানবাহন চালক ও পথচারীদের। সড়কের উপর
থেকে খুঁটি স্থানান্তরের জন্য স্থানীয়দের জোর দাবি থাকলেও টনক নড়েনি
ময়মনসিংহ ৩ পল্লী বিদ্যুৎ সমিতির।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,উল্লেখিত উপজেলার অচিন্তপুর, ও বোকাইনগড়
ইউনিয়ন এলাকা দিয়ে নতুন করে নির্মিত হচ্ছে নেত্রকোনা টু ঈশ্বরগঞ্জ হাইওয়ের
সড়ক, শাহগঞ্জ হইতে তেলীহাটী বাজার পর্যন্ত নির্মিত সড়কের মাঝখানে ১০-
১২ টি পল্লী বিদুৎ এর খুটি। মহাসড়কের কাজ শুরু করা হলেও বিদুৎ তের খুটি
রাস্তার মাঝখানে রেখেই কাজ করে সম্পন্ন করে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্টান। এই
মহাসড়কটি নির্মিত হলে প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হবে এলাকার সাধারন
মানুষের যার ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া আরও
অনেক খুঁটি রয়েছে যেগুলোর অবস্থান সড়কের গা ঘেঁষে।
সব সময় চলাচলে পথচারীরা আতঙ্কে থাকেন, কখন খাম্বার সাথে দুর্ঘটনা ঘটে
যায় কারণ এই সড়কে কোন আলো (লাইট) নেই। আর দুর্ঘটনা ঘটলে প্রাথমিক
ভোগান্তি পোহাতে হয়। যত দ্রুত সম্ভব রাস্তার উপর থেকে পল্লী বিদ্যুতের
খুঁটিগুলো সরানো প্রয়োজন মনে করেন স্থানীয়রা।
এ বিষয়ে মন্তব্য জানতে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের
সাথে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ
করেননি।