Header Image

করোনা ভাইরাস ও পল্লীবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহে পল্লীবন্ধু পরিষদের দোয়া মাহফিল

 

ময়মনসিংহ প্রতিনিধিঃ

“রোগ হওয়ার আগে প্রতিরোধ গড়ে তুলি” এই শ্লোগান নিয়ে নভেল করুণা ভাইরাস-২০১৯ প্রতিরোধে করনীয় সম্পর্কে অবগত করতে বিশেষ সেমিনার ও দেশবাসীকে এই ভাইরাস থেকে হেফাজত করতে এবং একই সাথে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের টেকের ভিটা নূরুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় ময়মনসিংহ জেলা পল্লীবন্ধু পরিষদের আহবায়ক রুবেল আলী এসডি রুবেলের আয়োজনে উক্ত সেমিনার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তব্য করোনা সম্পদ শিক্ষার্থীদের সচেতন করে বক্তব্য রাখেন-পল্লীবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক রুবেল আলী এসডি রুবেল, যুগ্ম আহবায়ক একে স্বপন,সদস্য গোলাম মোস্তফা প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করতে সচেতনতামোলক বিভিন্ন পরামর্শদেন । সেই সাথে তারাও যেন পরিবারসহ অন্যান্যদেরকে সচেতনতা করতে পারেন ও বিদেশ থেকে আশা স্বজনদেরকে কি কি করতে হবে তার দিকনির্দেশনা প্রদান করেন। নেতৃবৃন্দ বলেন- করোনা এক ধরনের সংক্রমণ ভাইরাস। ভাইরাসটি পশু/পাখি সহ সর্দি-কাশির মাধ্যমে হতে সংক্রমিত হয়ে থাকে। চীনসহ পৃথিবীর কয়েকটি দেশে বর্তমানে এর সংক্রমণ দেখা যাচ্ছে। বাংলাদেশেও ৩জন সনাক্ত হয়েছে। একজন এখন বিপদমুক্ত আছেন। তবে ভয়ের কিছুই নেই সচেতন হোন সুস্থ থাকুন । পরে করোনা ভাইরাস থেকে দেশবাসীকে হেফাজতের লক্ষে এবং একই সঙ্গে একই সাথে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনায় মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা আরিফ রববানী। এসময় মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, শরিফুল ইসলাম সহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তি বর্গ এবং শিক্ষার্থীরা দোয়া ও সেমিনারে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!