ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ একটি কাটা রাইফেল,
দুই রাউন্ডগুলি ও একটি বিদেশী ধারালো চাকুসহ বিল্লাল
হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। শনিবার
(১৪ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে এ উপজেলার সহনাটি
ইউনিয়নের মাসকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে
গ্রেফতার করা হয়। এসময় বিল্লালের সঙ্গে থাকা একটি পালসার
মটর সাইকেল মোটর জব্দ করা হয়।
বিল্লাল উপজেলার মাওহা ইউনিয়নের কুমড়ি মধ্যপাড়া গ্রামের
মৃত কাজল মিয়ার ছেলে। সে ভুটিয়ারকোনা নুরানী
হাফেজিয়া মাদ্রাসার নাজেরানা বিভাগের ছাত্র ছিল।
গৌরীপুৃর থানার ওসি বোরহান উদ্দিন এ বিষয়ে সাংবাদিকদের
নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও সঙ্গীয়
পুলিশ ঘটনারদিন রাতে পূর্ব থেকেই উপজেলার সহনাটি
ইউনিয়নের মাসকান্দা এলাকায় ব্রীজে অবস্থান নেন। রাত সাড়ে
১০টার টার দিকে একটি পালসার মটর সাইকেলযোগে বিল্লাল
ব্রীজ অতিক্রমকালে গতিরোধ করে তাকে আটক করা হয়। এসময়
তার দেহ তল্লাশী করে একটি কাটা রাইফেল, ২ রাউন্ড গুলি ও একটি
বিদেশী ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে
বলে জানান পুলিশের এই কর্মকর্তা।