Header Image

লোহাগাড়ায় প্রাইভেট কার থেকে ৩ হাজার ৫’শত পিচ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে থানা পুলিশ

 

ইসমাইল হোসেন সোহাগঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছথেকে ৩ হাজার ৫`শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন।

আটককৃত মাদক বিক্রেতারা হলেনন, কুমিল্লা জেলার মনোহরগঞ্জের বাহারপুর এলাকার আবদুল জলিলের পুত্র মুহাম্মদ নাছির উদ্দিন(৩৫), আলোক পাড়া বেচু মিয়ার তানভির হোসেন(২৮) এবং বাহাপুর এলাকার জহুরুল হকের পুত্র আবদুল মালেক(৩৩)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ মার্চ”২০২০ইং বিকাল সাড়ে ৩টার দিকে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশ টিম চট্টগ্রাম-কক্সবাজার অভিমুখী চুনতি ইউনিয়নের ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ৩ হাজার ৫শত পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!