বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে অন্যায় ভাবে
গভীর রাতে তুলে নিয়ে ভ্রাম্যমান আদালতে সাজা দেয়ার প্রতিবাদে মানববন্ধন হয়েছে
দিনাজপুরের হিলিতে।
গতকাল রোববার বেলা ১১ টায় হিলি সিপি রোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি ও বৈশাখী টিভির প্রতিনিধি গোলাম
মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক ও জিটিভির প্রতিনিধি আনোয়ার
হোসেন বুলু, একুশে টিভির হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল প্রমুখ।
বক্তারা, কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীনসহ ভ্রাম্যমান আদালতে
নেতৃত্বদানকারী ম্যাজিষ্ট্রেটদের অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেই
সাথে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানের
নিঃশর্ত মুক্তি দাবি করেন।