Header Image

এমপির মিটিংয়ে  সেলফি তোলায়  শিক্ষক নির্যাতন ! সমালোচনার ঝড় 

রাকিবুল হাসান ফরহাদঃ
নেত্রকোনা-৪ আসনের (মদন-মোহনগজ্ঞ-খালিয়াজুড়ি) সংসদ সদস্য রেবেকা
মোমেনের মিটিংয়ে মোবাইল ফোনে ভিডিও ধারন করায় শিক্ষক নির্যাতনের
ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই শিক্ষককে মারপিট করে থানা পুলিশে সোপর্দ করার
ঘটনায় সমালোচনার ঝড় বইছে উপজেলার সর্বত্র।
নির্যাতিত শিক্ষককের নাম মো: খাইরুল কবীর(৪৫)। তিনি উপজেলার ৫নং
সমাজশৈলদহ ইউনিয়নের রাম জীবন নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান
শিক্ষক।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন মোহনগঞ্জ সদর থানার ওসি আহাদ। তিনি জানান,
থানায় আনার পর শিক্ষক খাইরুল কবীরের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে
নেয়া হলে ফের বুকে ব্যাথা এবং ঘন ঘন বমি হতে থাকলেও তাকে পুনরায় উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার
জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে
ওই শিক্ষক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৭নং ওয়ার্ডের ২নং বেডে
পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।
ওসি আহাদ আরো জানান, ক্ষতি ও মানহানি করার জন্য স্থানীয় সংসদ সদস্যের
মিটিংয়ের ভিডিও ধারণ করার অভিযোগ এনে স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুল
মোনায়েম ঠাকুর বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে এখনো
মামলা হয়নি। ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!