গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মাছুয়াকান্দা এলাকার বীর
মুক্তিযোদ্ধা সৈয়দ জহিরুল ইসলামের (৭১) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২ টায় স্থানীয় নুরুল
আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে উপজেলা
নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার
প্রতি গার্ড অব অর্নার প্রদান করেন গৌরীপুর থানার পুলিশের
একটি চৌকস দল।
জহিরুল ইসলাম বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন। ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার
(১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না
লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই
ছেলে, দুই মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে
গেছেন। জহিরুল ইসলাম গৌরীপুর প্রেসক্লাবের সহ সভাপতি
আলী হায়দার রবিনের শ্বশুর। #