মোঃ হুমায়ুন কবির,গৌরীপুরঃ
মুজিববর্ষ ও জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের
গৌরীপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৭
মার্চ) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে এ ম্যুরাল উদ্বোধন করেন স্থানীয়
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ
সভাপতি নাজিম উদ্দিন আহমেদ। পরে এ ম্যুরালে বঙ্গবন্ধুর
প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধরের নেতৃত্বে এতে উপস্থিত
ছিলেন গৌরীপুর থানার ওসি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা
আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ,
সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কৃষি বিষয়ক সম্পাদক
মোঃ হাফিজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা
আক্তার রুবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর
রহিম, ডেপুটি কমান্ডার মোঃ নাজিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের
সভাপতি মোঃ আবুল হাসিম, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ
শফিকুল ইসলাম মিন্টু, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সাধারণ
সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর মোঃ আব্দুল কাদির,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, উপজেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর ছাত্রলীগের
সভাপতি আল হোসাইন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও আওয়ামীলীগের অঙ্গ
সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোঃ ওয়াহেদুজ্জামান জানান, উপজেলা
প্রশাসনের অর্থায়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নির্মাণ কাজ বাস্তবায়ন
করেছে এলজিইডি।