ইসমাইল হোসেন সোহাগঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ২নং আমিরাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এম ইউনুসের নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফুল দিয় শ্রদ্ধা নিবেদন করা হয়।
আজ ১৭ মার্চ”২০২০ইং সকাল ১০টার দিকে এক বিশাল মিছিল সহকারে ফুল দিয়ে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন জানানো হয়।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী দিবস পালিত হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলায়।এই দিনকে কেন্দ্র করে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত সফল চেয়ারম্যান এসএম ইউনুসের নেতৃত্বে মুজিব ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে ছুটে আসেন আমিরাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ এলাকার সর্বস্তরের জনসাধারণ।