মঞ্জুরুল ইসলামঃ
মজিব বর্ষে সাজে নাই ময়মনসিংহের ৭নং চর নিলক্ষীয়া ইউপি । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনে সরকারী ভাবে নানামূখি পদক্ষেপ গ্রহণ করে শেষ মুহুর্তে এসে করুনা ভাইরাসের কারনে উৎসব সীমিত করলেও সরকারী দপ্তর সমূহে রঙ্গিণ আলোক সজ্জায় রাঙানো হয়েছে।
তবে স্রোতের বিপরীতে হাটা ময়মনসিংহ সদরের ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নেয়া হয়নি আলোক সজ্জার কোন পদক্ষেপ । এমনকি টানানে হয়নি জাতীয় পতাকাও।
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে এমন দৃশ্যই চোখে পড়ে সদর উপজেলার ৭ নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ ভবনে।
দেখা যায় টানানো হয়নি জাতীয় পতাকাও । এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম রতনের বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।
এ ব্যাপারে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাফিজুর রহমান বলেন, আলোক সজ্জার বিষয়টা বাধ্যতামূলক নয়, তবে পতাকা উত্তোলন না করাটা কষ্টদায়ক। আমরা খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব বলেও জানান তিনি।