ইসমাইল হোসেন সোহাগঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সিটি হাসপাতাল এর এমডি.লোহাগাড়া ব্রিকসের মালিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি মুহাম্মদ সরওয়ার কোম্পানি এর সভাপতিত্বে সিটি হাসপাতাল এর কনফারেন্স হলরুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে কেক কাটা হয়।
১৭ মার্চ”২০২০ইং মঙ্গলবার রাত ৮টার দিকে হাসপাতালের হলরুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়।
উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জননেতা মুহাম্মদ জহির উদ্দিন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ লোহাগাড়া উপজেলার শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মাষ্টার মুহাম্মদ মিয়া ফারুক, লোহাগাড়া যুব ঐক্য পরিষদের সম্মানিত উপদেষ্টা জাফর আহমদ জীবন, রাশেদা বেগম, এম রফিক উদ্দীন, মোঃপেয়ারু সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।