Header Image

লামায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালিত

 

বান্দরবানের লামায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালিত হয়েছে। লামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়াামীলীগ ও লামা থানা এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

১৭ মার্চ”২০২০ইং মঙ্গলবার দিনের প্রথম প্রহরে লামা উপজেলা পরিষদের চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো।

এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম, লামা থানারর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তা, জনপ্রতিনিধি।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও বৃক্ষ রোপন ও বিতরণ, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!