বান্দরবানের লামায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষ পালিত হয়েছে। লামা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়াামীলীগ ও লামা থানা এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
১৭ মার্চ”২০২০ইং মঙ্গলবার দিনের প্রথম প্রহরে লামা উপজেলা পরিষদের চত্বরে নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলো।
এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক মো.জহিরুল ইসলাম, লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলাম, লামা থানারর অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও গজালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাবু বাথোয়াইচিং মার্মা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, কর্মকর্তা, জনপ্রতিনিধি।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। এছাড়াও বৃক্ষ রোপন ও বিতরণ, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।