
ইসমাইল হোসেন সোহাগঃ
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার একটি ত্রিপুরা পল্লীর ৯টি কাঁচা বসতঘর আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে।
১৮ মার্চ”২০২০ইং বুধবার দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের আকিরাম ত্রিপুরা পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বসতঘর মালিকের প্রায় ২৫ লাখ টাকার মত ক্ষতি হয় বলে দাবী করা হয়েছে।
সূত্র জানায়, বুধবার ১৮ মার্চ”২০২০ইং দুপুরের দিকে আকিরাম ত্রিপুরা পাড়ার বাসিন্দা সোনা চন্দ্র ত্রিপুরার ঘর থেকে আগুন জ্বলে ওঠে। দ্রুত আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাড়ার হাবুইতি ত্রিপুরা, খেমাজন ত্রিপুরা, আকিরাম ত্রিপুরা, মিহির ত্রিপুরা, বলি চন্দ্র ত্রিপুরা, ফিলিরাম ত্রিপুরা, সাধুরাম ত্রিপুরা, নয়ারাম ত্রিপুরার বসতঘর সহ ঘরের জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রিয়তমা ত্রিপুরা বলেন, জুমে কাজ করতে গেলে তার ছেলে মেয়েরা খেলারচ্ছলে ঘরের মশারীতে আগুন ধরিয়ে দেয়। এতে করে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
এবিষয়ে লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মো. মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এই ঘটনার পর লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মো.মোস্তফা জামাল, উপজেলা নির্বাহী অফিসার নুরে-এ জন্নাত রুমি, বান্দরবান জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল, ভাইস চেয়ারম্যান মো.জাহেদ উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোওয়াইচিং মার্মা,
উপজেলা আ.লীগের সহ সভাপতি বাবু বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক বাবু প্রদিপ দাশ, ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে পরিষদের পক্ষথেকে ২০ কেজি করে চাউল, হাড়ি পাতিল সহ যাবতীয় আসভাবপত্র বিতরণ করা হয়।