মঞ্জুরুল ইসলামঃ
ময়মনসিংহে কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালের দেয়া ভুয়া ছাড়পত্রে আতঙ্কে খোকন (২৫) নামে এক যুবক। এ অবস্থায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ময়মনসিংহ কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালের ছাড়পত্রে দেখা যায়, রবিবার (১৫ মার্চ) জ্বর, সর্দি, কাশি নিয়ে চুরখাই কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরদিন সোমবার (১৬ মার্চ) খোকনকে করোনা সন্দেহে ছাড়পত্র দিয়ে ঢাকার মহাখালী আইইডিসিআর
হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
পরদিন মঙ্গলবার (১৭ মার্চ) মাইক্রোবাসযোগে ঢাকায় যাওয়ার সময় চালকের সাথে ওই যুবকের কথা হয়। এ সময় চালক যুবককে ভয় দেখিয়ে বলেন, ঢাকায় গেলে আপনাকে মেরে ফেলতে পারে। করোনা রোগের কোনো চিকিৎসা নাই। এতে ভয় পেয়ে সে ওই মাইক্রোবাসেই এলাকায় চলে আসেন এবং পার্শ্ববর্তী লক্ষণপুর নয়াপাড়া আত্মীয়র বাড়িতে চলে যান।
পরে আত্মীয়র বাড়ি থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার কথা বলে বের হয়ে যান। এর পর থেকে ওই যুবকের মোবাইল নম্বরটি বন্ধ রয়েছে। তার সাথে কেউ কোন প্রকার যোগাযোগ করতে পারছে না। এ অবস্থায় ওই যুবককে খুঁজে বের করে চিকিৎসার আওতায় আনা দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
এ বিষয়ে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইনুদ্দিন খান বলেন, শুনেছিলাম করোনা আতঙ্কে খোকন পালিয়ে ছিল। তবে, এখন সে বাড়িতেই আছে। সে করোনা ভাইরাসে আক্রান্ত না বলেও নিশ্চিত করেছেন তিনি।
ময়মনসিংহ কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর করিম বলেন, খোকন সাধারন সর্দি কাশি জ্বর নিয়ে আমাদের এখানে ভর্তি করা হয়েছিল। পরে করোনা সন্দেহ হলে তাকে চাড়পত্র দিয়ে দেয়া হয়। তিনি কি করোনা আক্রান্ত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে করোনার পরীক্ষা, নিরিক্ষা করার কোন ব্যবস্থা নাই। তাই নিশ্চিত করে বলতে পারছি না তিনি করোনা আক্রান্ত কিনা? তবে, করোনা সন্দেহে ছাড়পত্র দিলেন কিভাবে। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা স্টুপিডিটির মত একটা কাজ হয়েছে। খোকন সম্পুর্ন সুস্থ্য আছে। তিনি বিদেশ ফেরত না বলেও জানিয়েছেন তিনি
ময়মনসিংহ সিভিল সার্জন এবিএম মশিউর আলম বলেন, কমিউনিটি বেজ্ড মেডিকেল কলেজ হাসপাতালটি বেসরকারী। তারা কি করল না বা না করল সেটা আমাদের দেখার বিষয় না। তবে, আপনি বলছেন আমরা খোঁজ খবর নিয়ে দেখব।