ছামিউল ইসলাম আরিফ,হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু রয়েছে বাংলাদেশ ও ভারতের সাথে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। গতকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ দিন বন্ধ থাকার আজ থেকে চালু হয়েছে বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত দিবস উদযাপন উপলক্ষে ১ দিন বন্ধ থাকার পর আজ থেকে বন্দরের সকল প্রকার লোড আনলোড কার্যক্রম চালু হয়েছে।
এতে বন্দরের চান্চল্য ফিরে এসেছে।এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কার্যালয় সুত্র জানায়, হিলি ইমিগ্রেশন চেকপোস্ট সরকারী ছুটির আওতামুক্ত থাকায় এই দুই দেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।