by SF News

রাকিবুল হাসান ফরহাদঃ
মোহনগঞ্জে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব রনির উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতারা।
এ ঘটনায় অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন তারা। গতকাল দুপুরে বৃহস্পতিবার স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় তারা ইয়াসির আরাফাত রনির উপর এমপি সমর্থিত কমিশনার লিটনের নেতৃত্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মোহনগঞ্জের সাবেক কমান্ডার আব্দুল হক, আওয়ামী লীগের উপদ্রেষ্টা মন্ডলীর সদস্য ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মির্জা আব্দুল গণি, বাংলাদেশ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মাহবুব,
সাবেক কমান্ডার নূরুল আমিন, সাবেক কমান্ডার সানাউল হুদা শান্তু, সন্তান কমান্ডের সদস্য সচিব ইয়াসির আরাফাত রনি এছাড়াও মোহনগঞ্জ উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
Post Views:
৩৫০