
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের জঙ্গলিয়া ফরেস্ট রেন্জ এর সামনে ট্রাক ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো ৭জন।
২১ মার্চ”২০২০ইং শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চুনতি জঙ্গলিয়া ফরেস্ট রেন্জ এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা ম্যাজিক গাড়ির মুখোমুখি এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ১০ জন এবং পরে আরও ৩ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনায় ম্যাজিক গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়িটি উপজেলার আমিরাবাদ স্টেশন থেকে যাত্রী নিয়ে চকরিয়ার উদ্দেশ্যে যাচ্ছিল।দুর্ঘটনায় চালক সহ ১০ জন ঘটনাস্থলে মারা যান জানিয়ে তিনি বলেন, আহত অবস্থায় ৭জনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়ার পর সেখানে ৩ জনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মুহাম্মদ আলমগীর হোসেন।