করোনা ভাইরাস মোকাবেলায় ময়মনসিংহ বাসীকে পরিস্কার পরিচ্ছন্নসহ সকলকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ ফখরুল । তিনি বলেন-বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,মহিয়সী নারী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আল্লাহর রহমত আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে আমাদেকে রক্ষা করতে। সে লক্ষ্যে তিনি ময়মনসিংহ বাসীকে নিম্নলিখিত অনুরোধসমূহ মেনে চলার জন্য আপনাদের সকলকে অনুরোধ করেছেন-
* সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সভা-সমাবেশ ও গণজমায়েত বন্ধ থাকবে।
* শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করবে।
* সকল ধরনের বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র সমূহ বন্ধ থাকবে।
*গত এক মাসের মধ্যে কেউ বিদেশ থেকে এসে থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন তথা বাড়ির একটি পৃথক কক্ষে থাকতে হবে।
* হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যগণ মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকবেন।
* কারো জ্বর হাঁচি কাশি ইত্যাদি থাকলে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থেকে নিজ বাড়িতে নামাজ পড়বেন, একইসাথে মন্দির/চার্চ ইত্যাদিতে সমবেত প্রার্থনা করা থেকে বিরত থাকবেন।
* কেউ জ্বর কাশিতে আক্রান্ত হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে বিরত থাকবেন।
* পরিচিত-অপরিচিতর সাথে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকুন এবং হাঁচি-কাশিতে রুমাল, টিস্যু অথবা হাতের কনুই ব্যবহার করুন।
* ঘনঘন সাবান-পানিতে হাত ধৌত করুন।
* বাহির হতে বাসায় প্রবেশের সময় হাতমুখ ধুয়ে প্রবেশকরাসহ অন্যান্য সাবধানতা অবলম্বন করুন।
* ভীড় বা গণজমায়েত এড়িয়ে চলুন।
উপরোক্ত নিয়ম-কানুন গুলো মেনে মহামারী এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কে সহযোগিতা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান।