Header Image

ময়মনসিংহ বাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন ও সতর্ক থাকতে আ”লীগ নেতা ফখরুলের আহবান।

 

করোনা ভাইরাস মোকাবেলায় ময়মনসিংহ বাসীকে পরিস্কার পরিচ্ছন্নসহ সকলকে সচেতন ও সতর্ক থাকার আহবান জানিয়েছেন ময়মনসিংহের জেলা আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ ফখরুল । তিনি বলেন-বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা,মহিয়সী নারী দেশরত্ন শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার সকল ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আল্লাহর রহমত আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টাই পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে আমাদেকে রক্ষা করতে। সে লক্ষ্যে তিনি ময়মনসিংহ বাসীকে নিম্নলিখিত অনুরোধসমূহ মেনে চলার জন্য আপনাদের সকলকে অনুরোধ করেছেন-
* সকল ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সভা-সমাবেশ ও গণজমায়েত বন্ধ থাকবে।
* শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও বাড়িতে শিক্ষক দ্বারা ব্যাচে প্রাইভেট পড়ানো বন্ধ থাকবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ অবস্থায় শিক্ষার্থীরা নিজ বাড়িতে অবস্থান করবে।
* সকল ধরনের বিনোদন পার্ক ও পর্যটন কেন্দ্র সমূহ বন্ধ থাকবে।
*গত এক মাসের মধ্যে কেউ বিদেশ থেকে এসে থাকলে তাকে হোম কোয়ারেন্টাইন তথা বাড়ির একটি পৃথক কক্ষে থাকতে হবে।
* হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারের সদস্যগণ মসজিদে নামাজ পড়া থেকে বিরত থাকবেন।
* কারো জ্বর হাঁচি কাশি ইত্যাদি থাকলে মসজিদে নামাজ পড়া থেকে বিরত থেকে নিজ বাড়িতে নামাজ পড়বেন, একইসাথে মন্দির/চার্চ ইত্যাদিতে সমবেত প্রার্থনা করা থেকে বিরত থাকবেন।
* কেউ জ্বর কাশিতে আক্রান্ত হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে বিরত থাকবেন।
* পরিচিত-অপরিচিতর সাথে হ্যান্ডশেক করা থেকে বিরত থাকুন এবং হাঁচি-কাশিতে রুমাল, টিস্যু অথবা হাতের কনুই ব্যবহার করুন।
* ঘনঘন সাবান-পানিতে হাত ধৌত করুন।
* বাহির হতে বাসায় প্রবেশের সময় হাতমুখ ধুয়ে প্রবেশকরাসহ অন্যান্য সাবধানতা অবলম্বন করুন।
* ভীড় বা গণজমায়েত এড়িয়ে চলুন।
উপরোক্ত নিয়ম-কানুন গুলো মেনে মহামারী এই করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার কে সহযোগিতা করে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!