Header Image

ফুলবাড়িয়ায় করোনা ভাইরাস সচেতনতায় সার্কেল এএসপি স্বাগতা ভট্টাচার্যের মাস্ক বিতরন।

 

আরিফ রববানীঃ

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে সচেতন করতে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে জনসাধারণের মাঝে মাস্ক বিতরন করেছেন জেলার ত্রিশাল ও ফুলবাড়িয়া নিয়ে গঠিত সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জনবান্ধব পুলিশ কর্মকর্তা স্বাগতা ভট্টাচার্য্য।

২৪শে মার্চ মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজার ও জনবহুল পয়েন্টে পায়ে হেটে ঘুরে-ঘুরে ফুলবাড়িয়া থানা পুলিশকে সাথে নিয়ে তিনি জনগণের মাঝে এই মাস্ক বিতরন করেন।

জেলা পুলিশের নির্দেশনায় মঙ্গলবার দিনভর উপজেলার বিভিন্ন পয়েন্টে ও বাজারে নোভেল করোনা ভাইরাস কভার্ড-১৯ প্রতিরোধে বিভিন্ন নির্দেশনা মূলক এই প্রচার ও মাস্ক বিতরন করেন সহকারী পুলিশ সুপার সার্কেল স্বাগতা ভট্টাচার্য্য,।

ফুলবাড়িয়া বাস স্টেশন, যাত্রীবাহি বাসের ভেতর, উপজেলার বিভিন্ন বাজারে গিয়ে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষকে করোনা ভাইরাস ছড়ানোর বিষয় গুলো তুলে ধরে এর লক্ষণ গুলো সম্পর্কে অবহিত করেন তিনি।

কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এমন আশঙ্কা দেখা দিলে হটলাইন নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

সার্কেল সহকারী পুলিশ সুপার স্বাগতা ভট্টাচার্য্য
বলেন, করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে সচেতনা সৃষ্টি করতে প্রচারাত্র বিলি করা হচ্ছে। এ কার্যক্রম অব্যহত থাকবে। তিনি বিদেশ ফেরত প্রবাসীদেরকে দেশের জনগন ও নিজের পরিবারের কল্যাণের কথা ভেবে হোম কোয়ারান্টাইনে থাকারও পরামর্শ দেন এ এস পি স্বাগতা ভট্টাচার্য। এসময় তার সাথে ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)ফিরোজ তালুকদার পিপিএম বার সহ থানার বিভিন্ন পর্যায়ের অফিসারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!