হিলিতে করোনা ভাইরাস মোকাবেলায় ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তেরাঁ
ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করলেও এই নির্দেশনা না মানায় ৯
ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান পরিচালনা করে
এসব জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা
নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম।
উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম বলেন, করোনা ভাইরাস
প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দোকান, হাট-বাজার বন্ধের
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কার্যক্রম যারা মানছে না তাদের ভ্রাম্যমান
আদালতের মাধ্যমে জরিমানা করছি। আজকে নির্দেশনা অমান্য করে দোকান
খুলে রাখায় ৯ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অভিযান অব্যহত থাকবে।