Header Image

ময়মনসিংহে ইউএনও এবং চেয়ারম্যানের উদ্যোগে মমেক ও ইউনিয়ন পর্যায়ে সুরক্ষা সামগ্রী বিতরণ।।

 

স্টাফ রিপোর্টার ঃ

ময়মনসিংহে সদরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিজস্ব উদ্যোগে করোনা ভাইরাস থেকে সাধারণ মানুষকে ও মেডিকেল ডাক্তারদের কে সুরক্ষা দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের মানুষকে সুরক্ষা দিতে সামগ্রী বিতরণ হয়েছে ।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহেও বাড়ছে করোনা ভাইরাসের আতংক। প্রতিরোধ হিসাবে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনও এগিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ উদ্যেগে ময়মনসিংহের সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তার নিজস্ব উদ্যোগে বুধবার (২৫ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস থেকে রক্ষা পাওযার জন্য
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ, সদর উপজেলায় কর্মরত চিকিৎসক, পরানগঞ্জ চরাঞ্চল হাসপাতাল, বিডি ক্লিন ও ইউনিয়ন পরিষদসমূহকে ১২০ টি PPE, সার্জিকাল মাস্ক ও টুপি, হ্যান্ড গ্লাভ্স, Shoe cover, স্যানিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার, জীবানু নাশক স্প্রে মেশিনসহ অন্যান্য চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে, সদরের সকল ইউনিয়ন পরিষদ,উপজেলার সকল কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে গ্রামের অবহেলিত বঞ্চিত জনসাধারণকে করোনা ভাইরাস প্রতিরোধের সুবিধার্থে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,ইনস্টল স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষ করোনা ভাইরাস থেকে সুরক্ষার সুবিধা পাবে। সদর উপজেলা নিবার্হী অফিসার শেখ হাফিজুর রহমান,সদর এসিল্যান্ড ও নিবার্হী ম্যাজিস্ট্রট (ভুমি) মোঃ সাজ্জাদুল হাসান,উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন যৌথভাবে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান,কমিউনিটি ক্লিনিকের স্থাস্থ্য কর্মী ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগি পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম,ডাঃ পরিক্ষিত পাল এর হাতে এসব সামগ্রী তুলে দেন। এসময় আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক মোঃ নুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন প্রমূখ উপস্থিত ছিলেন । উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে-উপজেলার প্রতিট ইউনিয়নের জনগনকে করোনা ভাইরাসের আক্রমন থেকে সুস্থ্য রাখতে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডাক্তারদের ব্যবহারের জন্য স্প্রে মেশিন একটি,ব্লিচিং পাউডার ৬০ প্যাকেট,সাবান ২৫০টি, সৗনেটারী টিসু ২০০টি,মাস্ক নরমাল ২০০টি,র্সাজিকেল মাস্ক ৩০০টি, হ্যান্ড গ্লোপস ৪০০টি, সার্জিকেল ক্যাপ ২০০টি,সুকভার ২০০টি,সুক্যাপ কভার ২০০টি,রেইনকোট ১০০টি বিতরণ করা হয়। এ সময়ে বক্তরা বলেন, করোনা কোন আতংক নয় বরং সচেতনাই হচ্ছে একমাত্র প্রতিরোধ। সরকারের বিধি নিষেধ মেনে চললেই এ থেকে মুক্ত পাওয়া যাবে ।

উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান জানান-পরবর্তীতে ম্যাজিস্ট্রেট, পুলিশ, পেশকার, গ্রামপুলিশদের PPE প্রদান করা হবে। পরিশেষে দেশের এ ক্রান্তিকালে বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ হাফিজুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!