লামা (বান্দরবান) প্রতিনিধি:
“করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সচেতন হোন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লামায় ছাত্রলীগের উদ্যোগে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারকার্যের অংশ হিসেবে স্যানিটিজার দিয়ে হাত ধৌয়ে দিয়ে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে লামা পৌর শহরে লামা পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ ও কলেজ ছাত্রলীগের সভাপতি সাদনান আহমেদ সাদ্দামের নেতৃত্বে সাধারণ লোকজন,বয়স্ক ও রিক্সা শ্রমিকদের মাঝে এ মাস্ক গুলো বিতরণ করা হয়।
এসময় পৌর ছাত্রলীগের সভাপতি বিপ্লব নাথ জানান,বাংলাদেশ ছাত্রলীগ সবসময় ভাল কাজগুলো মানুষের কাছে উপস্থাপন করে। করোনা এখন মহামারি আকার ধারণ করেছে,সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমরা মাস্ক বিতরণ করছি।
তিনি আরও বলেন, বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির হবেন না,সবাই পরিস্কার- পরিচন্ন থাকবেন।সাবান দিয়ে হাত ধৌয়া (২০ সেকেন্ট),মাস্ক পরিধান করাসহ অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
এছাড়াও গতকাল (২৪ মার্চ,২০২০ ইং) রাত ৮ টা থেকে লামা উপজেলাকে স্থানীয় প্রশাসন কর্তৃক অনির্দিষ্টকালের জন্য লকডাউন (তালাবদ্ধ) ঘোষণা করা হয়েছে।