নড়াইলের কালিয়ায় সাংবাদিকের বিরুদ্ধে
দায়ের করা মিথ্যা মামলায় দৈনিক ভোরের ডাক ও খুলনা টাইমস এর কালিয়া প্রতিনিধি সাংবাদিক রিয়াজ সরদার জামিন পেয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ জামিন দেন। এর আগেএ মামলার ১ নম্বর আসামী সজিব মল্লিক গত ১৮ মার্চ একই আদালত থেকে জামিন পান। আইনজীবী মাহামুদুল হাসান কায়েস জামিনের আবেদন জানালে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
উল্লেখ্য গত ১৩ মার্চ কালিয়ার কলাবাড়িয়া গ্রামে সড়কের পাস থেকে কিছু দুষ্কৃতিকারী কয়েকটি সরকারি গাছ কেটে পালিয়ে জায়। সাংবাদিক রিয়াজ সরদারের বাড়ি নিকটে হওয়ায় এবং শত্রুতামুলক ভাবে ঐ মামলায় তাকে আসামি করা হয়েছে বলে জানা জায়। ঐ দিন রাতে এল, জি. ইডি এর উপ সহকারি প্রকৌশলী মোঃ আশিক বাদি হয়ে নড়াগাতি থানায় মামলা করে। মামলার পর থেকে সাংবাদিক রিয়াজ পেশাগত কাজে ঢাকায় ছিল।
এদিকে সাংবাদিক রিয়াজ জামিন পাওয়ায় নড়াইল, কালিয়া ও লোহাগড়া সহ বিভিন্নস্থানে কর্মরত সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন এবং এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ওই সাংবাদিকরা।