দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৯৫০ পিচ এ্যাম্পলসহ
(নেশার ইনজেকশন) দুই জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (রাজধানী মোড়) মৃত
হাবিবুর রহমানের ছেলে রাজিউর রহমান মার্শাল (৩৫) ও জয়পুরহাট জেলার
পাঁচবিবির গোপলপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে রহিম সরকার পাপ্পু
(২৬)।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, মঙ্গলবার
(২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাতকুড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে
থানা অফিসারসহ সঙ্গী ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান
চালিয়ে ৯৫০ পিচ এ্যাম্পলসহ মার্শাল ও পাপ্পুকে আটক করা হয়।