
আরিফ রববানীঃ
ময়মনসিংহের জনগণকে প্রানঘাতি করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং এর সংক্রমন প্রতিরোধে পুরো জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচারনা চালিয়েছে যাচ্ছে জেলা তথ্য অফিস।।
জেলা তথ্য অফিস ইতিনধ্যেই তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট, ধোবাউড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে সড়ক প্রচার চালিয়ে জনগণকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
প্রতিদিনই সকাল থেকে দিনব্যপী ময়মনসিংহের সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা আল ফয়সাল এর ব্যবস্থাপনায় সরকারী নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস প্রতিরোধ সম্পর্কে মানুষকে সচেতন করতে মাইকিং এর মাধ্যমে এই সড়ক প্রচার চালানো হচ্ছে।
মাইকিং এর মাধ্যমে করোনাভাইরাসের বিষয়ে সচেতন করতে জনগনকে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। মাইকিংয়ে বলা হয় সচেতন হোন সুস্থ থাকুন, নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন, সাবান বা হ্যান্ড ওয়াস দিয়ে অন্তত ২০ সেকেন্ড ভাল করে হাত ধৌত করুন, জনসমাগম এড়িয়ে চলুন, গুজব ছড়াবেননা আতঙ্কিত হবেন না। বিদেশ ফেরত যারা এলাকায় এসেছেন তাদের থেকে দুরে থাকার আহবান জানানো হচ্ছে মাইকিং এর মাধ্যমে সড়ক প্রচার করে। প্রবাসীদের হোম কোয়ারান্টাইনে রাখার আহবান জানাচ্ছেন মাইকিং এর মাধ্যামে। মাইকিং এর মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারী সিদ্ধান্ত সকলকে মেনে চলার আহবান জানিয়ে যাচ্ছেন জেলা তথ্য অফিস ময়মনসিংহ ।