ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামিলীগের পক্ষ থেকে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জনসচেতনা সৃষ্টির লক্ষে মাস্ক বিতরণসহ জীবানু নাশক, সাবান সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬শে মার্চ) সকাল থেকে দিনভর করোনা ভাইরাস সতর্কতায় ময়মনসিংহ নগরবাসীর মাঝে এসব মাস্ক,সাবান, লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক তরুণ মহিলা নেত্রী স্বপ্না খন্দকার।
স্বপ্না খন্দকার বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না হয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধির দিকেই আমাদের জোর দিতে হবে।’ সে লক্ষেই মহামারী করোনা ভাইরাসের প্রভাব থেকে হতদরিদ্র ও অসহায় জনগোষ্ঠীকে মুক্ত রাখতে সামাজিক ও রাজনেৈতিক দায়বদ্ধতার অংশ হিসেবে ২৬ মার্চ,মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চড়পাড়া ও মাসকান্দা এলাকার নিম্নবিত্ত পাঁচ শতাধিক জনগোষ্ঠীর মাঝে মাস্ক ও হাত ধৌত করার সাবান বিতরণ করেন তিনি।
তিনি বলেন- ভীতি দূর করে সচেতন থেকে করোনা ভাইরাস মুক্ত দেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেওয়ার লক্ষে করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন করতে এই কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। জনগনকে সচেতন করতে এই কর্মসূচী অব্যাহত থাকবে বলেও জানান স্বপ্না খন্দকার। এসময় তার সাথে মহিলা আওয়ামিলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন