লামা পৌর মেয়রের উদ্যোগে বিদেশ ফেরত ৪টি বাড়িতে লাল পতাকা উত্তোলন করে চিহ্নিত করেছেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ মার্চ,২০২০ ইং-) সকাল থেকে বাড়ি বাড়ি গমন করে নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে এ কার্যসূচি সম্পন্ন করছেন।
এ সম্পর্কে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম জানান, লামা পৌর এলাকায় হোম কোয়ারান্টাইনে থাকা(বিদেশ ফেরত) চার পরিবারের বাড়িতে লাল পতাকা উত্তোলন করে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়, স্বাস্থ্য বিধি এবং চার পরিবারের সদস্যদের বহির্গমণে নিষেধাজ্ঞা বা লক ডাউন মেনে চলার জন্য অনুরোধ করা হয়।
এছাড়াও আজ সকালে লামার বাজারে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্বাস্থ্য বিধির অংশ বিশেষ জনসাধারণেরর সুবিধার্থে সাবান দিয়ে হাত ধৌয়া জন্য পানির টেপ বসানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জন্নাত রুমি,পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।
প্রসংগত, লাল প্রতাকা চিহ্নিত বাড়িগুলো হল: ১। টি টি এন্ড ডি সি মাইন উদ্দিনের বাড়ি।
২। হাসপাতাল পাড়া জসিম প্রকাশ মিঠাই বাহারের বাড়ি।
৩। ছোট নুনারবিল মার্মা পাড়া মেমং মার্মার বাড়ি।
৪। কলিঙ্গাবিল আব্দুর রহমানের বাড়ি।