Header Image

চাউলের অতিরিক্ত মুল্যে অতিষ্ঠ গ্রাম-গঞ্জের মানুষ।। কথা রাখছেনা ব্যবসায়ীরা।

 

ষ্টাফ রিপোর্টারঃ

শুধু ময়মনসিংহ নয়, জেলার বিভিন্ন উপজেলা প্রশাসনের সাথে রাইস মিল মালিক সমিতি, চাল আড়তদার সমিতি ও খুচরা চাল বিক্রেতা সমিতির মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী সদর উপজেলায় কোন খুচরা বিক্রেতা প্রতি কেজি “বিআর -২৮/২৯/৪৯, স্বর্ণা-৫” চালের সর্বোচ্চ খুচরা মূল্য ৩৭ টাকা এবং ৫০ কেজির বস্তার সর্বোচ্চ খুচরা মূল্য ১৮৫০ টাকা নির্ধারণ করা হলেও খুচরা বাজারে ৫০কেজির প্রতি বস্তা চাউলের মুল্য নেওয়া হচ্ছে ২৩০০-২৪০০০টাকা। খুচরা বিক্রেতাদের দাবী আড়তদার ব্যবসায়ীরা বস্তার মুল্য বেশী রাখায় খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। অতচ মিল মালিক ও আড়তের ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে বৈঠকে প্রতিশ্রুতি দিয়েছিলেন চাউলের মুল্য বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনে ঘাটতি দিয়ে হলেও বাজারে খুচরা মুল্য স্থিতিশীল রাখবে। গ্রামের মানুষের এমনিতেই কোন রোজগার নেই,তার উপর চাউল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রাধির মুল্য বৃদ্ধি। এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি প্রত্যাশা করছেন ভুক্তভোগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!