ষ্টাফ রিপোর্টারঃ
শুধু বিদেশ ফেরত নয় গত ২-৩দিনে যারা ঢাকা থেকে এলাকাতে এসেছে,তারা বিদেশ ফেরত না হলেও তাদের কে ১৪দিন হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে বলে জানিয়ে নির্দেশনা দিয়েছেন EDCR(স্বাস্হ্য অধিদপ্তরের)। সেই লক্ষে সরকারী সিদ্ধান্ত মোতাবেক যে কারো প্রতিবেশী, আত্মীয় যেই হোক না তাকে দেশের স্বাথে” হোম কোয়ারেন্টাইন থাকতে বলার আহবান জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন। ঢাকা ফেরতরা হোম কোয়ারেন্টাইন এ আছে কিনা তা তদারকি করতে ময়মনসিংহবাসীকে আহবান জানিয়েছেন ময়মনসিংহ সিভিল সার্জন । কেউ হোম কোয়ারেন্টাইনে না থাকলে প্রশাসন, নিকটস্ত থানা, এলাকার স্বাস্হ্য কমী”, ইউনিয়ন মেম্বার, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকদের অবগত করারও আহবান জানিয়েছেন তিনি। ময়মনসিংহ জেলা কে করোনা মুক্ত রাখতে সম্মিলিত চেষ্টার কোন বিকল্প নেই বলে জানান তিনি। তিনি বলেন- এই প্রচেস্টায় ও একটু সচেতনতা, অংশ গ্রহণই পারে করোনার হাত থেকে আমাদের সবাইকে বাচাতে। সিভিল সার্জন সকলকে আহবান জানিয়ে বলেন-আসুন ঘরে থাকি,হটলাইনের মাধ্যমে প্রয়োজনীয় চিকিৎসা নিন, স্বাস্হ্যবিভাগ আপনার সেবায় সদা প্রস্তুত রয়েছে।