
সাঈদ তপনঃ
নেত্রকোনা মোহনগঞ্জে পারিবারিক উদ্যোগে নিজ এলাকার হতদরিদ্র ৩০ টি পরিবারের মধ্যে জরুরি পন্য সামগ্রি বিতরণ করেছেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের বার্ত্তারগাতী এলাকার বাসিন্দা মরহুম আব্দুল মমিন আহম্মদের (অবঃ দারোগা) পরিবার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৫ টায় মরহুমের তিন পুত্র মো. আসাদুজ্জামান, মো. কামরুজ্জামান ও মো. সালেকুজ্জামানের অর্থায়নে এসব পন্য সামগ্রি বিতরণ করেন জ্যেষ্ঠ পুত্র মো. আসাদুজ্জামান। বিতরণকৃত পন্য সামগ্রির মধ্যে রয়েছে চাল, আলু, মাস্ক, জীবাণুনাশক সাবান ইত্যাদি।
বিশ্বব্যাপী তার ভয়াল থাবা বিস্তার করেছে মরণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও এই মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সারাদেশে। অবাধে বাইরে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং সকলকে ঘরে অবস্থান করে সর্বাবস্থায় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এমতাবস্থায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দেশের খেটে খাওয়া গরীব শ্রেণির মানুষগুলো। তারা যেতে পারছেনা নিজ নিজ কর্মস্থলে। দৈনিক আয় দিয়ে যাদের কোনরকমে সংসার চলে তারা আয় না করতে পারায় কিনতে পারছেনা চাল ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। দেশের এমন ক্রান্তিলগ্নে গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোয় সর্বমহলে প্রশংসিত হয়েছেন এই পরিবারটি।
এ ব্যাপারে মোহনগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক
মো. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব, বিমান পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান হাওর পুত্র জনাব সাজ্জাদুল হাসান এর নির্দেশে গরীব-দুঃখির পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস। দেশের প্রত্যেক বিত্তবান ব্যক্তিকেই গরীব ও অসহায়দের পাশে দাঁড়ানো বর্তমানে সময়ের দাবি।